Ajker Patrika

টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

টাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার দরিরামপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. মোতালেব হোসেন (৪০)। তিনি পাবনার ভাঙ্গুরা উপজেলর ময়দান দীঘি গ্রামের মো. নেক্কর আলীর ছেলে। তিনি প্রশিকা ধনবাড়ী উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক। অপরজন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া হাতিবান্ধা গ্রামের আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭)

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে এলে সামনের চাকা ফেটে গিয়ে রাস্তার ওপরই উল্টে যায়। এ সময় ধনবাড়ী থেকে মধুপুরগামী একটি মোটরসাইকেল কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রশিকার ব্যবস্থাপক মো. মোতালেব হোসেন। মধুপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদ হাসান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মোতালেব হোসেনকে উদ্ধার করেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন আজকের পত্রিকাকে বলেন,  ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত