Ajker Patrika

আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ দোয়া করে: শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮: ৩৪
আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ দোয়া করে: শামীম ওসমান

দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। বিএনপি সন্ত্রাসী কার্যক্রম করে মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবে না। এমন মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। 

আজ রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

বিএনপির আন্দোলন প্রসঙ্গে শামীম ওসমান বলেছেন, ‘সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের ওপর হামলা করা হয়েছিল, আমরা কিছু করিনি। এমন কিছু করবেন না, যেন আমাদের ওপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।’ 

সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেছেন, ‘এমন ষড়যন্ত্র হচ্ছে, যেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। দেশটাকে নিয়ে এ ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব এবং জিতব। কারণ, সত্যের সঙ্গে মিথ্যা জিতবে ন।’ 

ছাত্রছাত্রীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশের নতুন প্রজন্ম অনেক বেশি স্মার্ট। আমাদের নতুনদের জন্য স্থান ছেড়ে দিতে হবে।’ 

পরে শিক্ষার্থীদের ডেকে তাদের কথা শোনেন শামীম ওসমান। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত