Ajker Patrika

নরসিংদীতে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৭, লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকার জব্দ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৪
নরসিংদীতে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৭, লুণ্ঠিত অর্থ ও স্বর্ণালংকার জব্দ

নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

এর আগে রোববার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতিতে জড়িত ছয়জন ও লুট করা মালামাল কেনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন নরসিংদীর রায়পুরা থানার বটতলি খামারপাড়া এলাকার শেখ ফরিদ (৩৫), শিবপুর থানার নৌকাঘাটা এলাকার আবুল কাশেম (৪২), নরসিংদী সদর থানার চম্পকনগর এলাকার নূরুল ইসলাম (২৯), রায়পুরা থানার দড়িবালুয়াকান্দি এলাকার মোক্তার হোসেন (৪৪), চর-আড়ালিয়া এলাকার আল আমিন (২৯) ও নরসিংদী সদর থানার বকশালীপুরা এলাকার রাজিব (২২)। 

এ ছাড়া লুণ্ঠিত মালামাল কেনায় গ্রেপ্তার করা হয় পলাশ থানার ভাটপাড়াদিঘির পাড় এলাকার শিপন চন্দ্র সূত্রধরকে। 

একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ ২৩ হাজার টাকা ও ১৭.৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। 

পুলিশ সুপার (এসপি) জানান, গত ২৬ জানুয়ারি রাতে শিবপুর থানার যশোর বাজার ইউনিয়নের দেবালেরটেক এলাকার হাজী মো. মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জন ডাকাত টিনশেড ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় সাতজন ডাকাত কক্ষে প্রবেশ করে গৃহকর্তার স্ত্রীকে ছুরি ও পাইপগান ধরে জিম্মি করে আলমারির তালা ভেঙে ১৯ লাখ লুট করে। 

এ ছাড়া শরীরে থাকা স্বর্ণের গয়না ছাড়াও আলমারিতে রক্ষিত ১৭ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের প্রায় ১৬ ভরি স্বর্ণালংকারসহ একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতেরা নগদ টাকাসহ মোট ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শিবপুর থানায় মামলা করেন। 

এসপি বলেন, ডাকাতির সময় লুণ্ঠিত মালামাল বিক্রি করা শিপন চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তারসহ তাঁদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ অর্থ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত