Ajker Patrika

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

গতকাল বৃহস্পতিবার রাতে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)।

পুলিশ সূত্র বলছে, গত ১৩ সেপ্টেম্বর হিজবুত তাহরীর, বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম, সদস্য মো. মঈন ও মো. জাকারিয়াসহ অজ্ঞাতনামা পাঁচ/ছয় হাজার ব্যক্তি রাজধানীর পল্টন মোড়ে মিছিল করে। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সহকারে মিছিল করে প্রেসক্লাবের যায়।

এ সময় হিজবুত তাহরীরের সদস্যরা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা, কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। তারা বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে হিজবুত তাহরীর এর অধীনে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল ও সমাবেশ করে। পুলিশ সেই মিছিলে বাঁধা প্রদান করলে মিছিলে অংশগ্রহণকারী হিজবুত তাহরীর এর সদস্যরা পুলিশের বাধা উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে।

পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে তারা দ্রুত পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের দিকে গিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন মামলাটি তদন্তকালে ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। গত ৪ অক্টোবর এই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।

ঢাকা, রাজধানী, তুরাগ, হিজবুত তাহরীর, ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, জেলার খবর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত