রাজবাড়ী প্রতিনিধি
দৌলতদিয়ায় ১৭টি ফেরি দিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ। ফেরি সংকটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দীর্ঘ যানজট লেগেই আছে। ফলে ভোগান্তির শিকার হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকছে দিনের পর দিন।
এ বিষয়ে ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় ঘাটে এসেছি। এখন সন্ধ্যা ছয়টা বাজে। এতক্ষণ পরেও ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।
ট্রাক চালক খোরশেদ আলম জানান, ফেরি পারের জন্য দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাবার দাবারের সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না।
আরেক ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। ঘাটের আশপাশে খাবার হোটেল, ঘুমানোর জায়গা, শৌচাগার কিছুই নাই। এ দুর্ভোগ কবে শেষ হবে তাও জানি না।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি।
দৌলতদিয়ায় ১৭টি ফেরি দিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ। ফেরি সংকটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দীর্ঘ যানজট লেগেই আছে। ফলে ভোগান্তির শিকার হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকছে দিনের পর দিন।
এ বিষয়ে ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় ঘাটে এসেছি। এখন সন্ধ্যা ছয়টা বাজে। এতক্ষণ পরেও ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।
ট্রাক চালক খোরশেদ আলম জানান, ফেরি পারের জন্য দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাবার দাবারের সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না।
আরেক ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। ঘাটের আশপাশে খাবার হোটেল, ঘুমানোর জায়গা, শৌচাগার কিছুই নাই। এ দুর্ভোগ কবে শেষ হবে তাও জানি না।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
১২ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১৮ মিনিট আগে