Ajker Patrika

রাজারবাগ পীরের পক্ষে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজারবাগ দরবার শরীফকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উলামা পির মাশায়েখ ঐক্য পরিষদ। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং সিআইডির তদন্ত প্রতিবেদন ‘মিথ্যা’ দাবি করে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

বাংলাদেশ ওলামা পির মাশায়েখ ঐক্যজোটের সভাপতি মুফতি মাও: আব্দুল হালিম সিরাজী বলেন, ‘জামাত শিবির চক্র বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকাতে ‘তাকিয়া’ ভিত্তিক কাজ করে যাচ্ছে। মিডিয়ায় অনুপ্রবেশ করা এসব জামাতী রিপোর্টাররাই রাজারবাগ শরীফ সম্পর্কে অব্যাহত মিডিয়া ক্যু চালিয়ে যাচ্ছে। ৭ হাজার একর জমি দখল, জমি দখলের জন্য মিথ্যা মামলা, মামলাবাজ সিন্ডিকেট এগুলো সবই জামাতী মদদপুষ্ট হলুদ সাংবাদিকতা।’ 

রাজারবাগ শরীফের পির দিল্লুর রহমান সম্পর্কে সিআইডির প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি করে কাঞ্চনপুর দরবারের হাফেজ আব্দুল জলীল বলেন, ‘এরূপ মিথ্যা তথ্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থা সিআইডি কি করে হাইকোর্টে পাঠাতে পারল এটা তদন্তের জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি।’ 

হাক্কানি তরীকত ফেডারেশনের চেয়ারম্যান কাজী আহমদুর রহমান সাহেব বলেন, ‘রাজারবাগ শরীফ সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটাই বর্তমান পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ। মানবাধিকার কমিশনের রিপোর্টে কোথাও রাজারবাগ শরীফের কোনো বক্তব্য নেই, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।’ 

মানববন্ধনে বায়তুল মোকাররম মসজিদের প্রধান মুয়াজ্জিন আলহাজ্জ্ব মাওলানা কারি কাজী মাসউদুর রহমান বলেন, ‘রাজারবাগ দরবার শরীফের পীর সাহেব ১৯৭১ সালে ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধ করেছেন। খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা করেছেন। পির সাহেবের মেজ ভাই হাফিজুর রহমান হারুণ ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা ছিলেন। যারা পির সাহেবদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, পির সিন্ডিকেট বলে নিউজ করে তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়।’ 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পির আল্লামা শায়খ খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, ‘আগামী নির্বাচনে জামাত সর্বশক্তি নিয়ে মাঠে নামবে। তারা রাজারবাগ শরীফসহ হক  পির সাহেবদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। জামাত প্রভাবিত সিন্ডিকেট যেভাবে মিডিয়া ক্যু করছে তা গভীর নিন্দার।’ 

সভাপতির বক্তব্যে ঢাকার মিরপুরের মুহাম্মাদীয়া দরবারের পির আল্লামা মুজিবুর রহমান খান আল মাদানী বলেন, ‘এ দেশের মানুষ পির আউলিয়া ভক্ত। কাজেই জঙ্গিবাদ-জামাত-মৌলবাদ বিরোধী হক দরবার শরীফের বিরুদ্ধে মিডিয়া ক্যু ও প্রশাসনিক ষড়যন্ত্রে দেশের পির সাহেবরা বসে থাকবে না। তরিকতপন্থী ও ধর্মপ্রাণ মুসলমানরা নিষ্ক্রিয় থাকবে না।’ 

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধর্ম সম্পাদক আলহাজ্জ্ব মাওলানা খলীলুর রহমান সরদার, টাঙ্গাইলের পির জনাব আখতার হোসাইন বুখারী, সম্মিলিত ইসলামি গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী সহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত