Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসার শর্ত দেওয়া অপমানজনক: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৩, ১৪: ৩১
সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসার শর্ত দেওয়া অপমানজনক: সিপিডি

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যুক্তরাষ্ট্র ভিসার ক্ষেত্রে যে শর্ত আরোপ করেছে, তা বাংলাদেশের জন্য অপমানজনক বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ সংস্থাটির ‘বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’বিষয়ক অনুষ্ঠানে এমন কথা বলেন বক্তারা।

সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র একটা সুষ্ঠু, গণতান্ত্রিক, ভালো নির্বাচনের সঙ্গে সংযুক্ত করে ভিসার বিষয়টা এনেছে। একজন নাগরিক হিসেবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক। আমাদের নিজেদের স্বার্থেই তো এটা (সুষ্ঠু নির্বাচন) করা উচিত। একটা গণতান্ত্রিক সমাজে তো এটা চলমান প্রক্রিয়া হিসেবেই থাকা উচিত। এটাকে একটা শর্ত দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, এটা জাতি এবং নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। সেটার অনুধাবনটা আমাদের সবার এবং সব রাজনৈতিক পক্ষের থাকা উচিত বলে আশা করি।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, যেখানে আমরা শুল্ক দিয়ে প্রবেশ করেও প্রতিযোগিতা করতে সক্ষম। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। তাই এককভাবে সবচেয়ে বড় এই বাজারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭ কিংবা ২০২৯ সালের পর ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। কিন্তু আমেরিকায় শুল্ক দিয়েও আমরা অনেক ভালো অবস্থানে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত