নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন।
ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন।
২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন।
২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন
বিদেশ থেকে জাহাজ আমদানির নামে ব্যাংক থেকে নেওয়া ঋণের ৫২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার চার্জশিট অনুমোদন করে কমিশন। শিগগিরই চার্জশিটটি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আব্দুল হামিদ (বর্তমানে অবসরপ্রাপ্ত) ছাড়াও চার্জশিটভুক্ত অন্য আনামিরা হলেন বিভিন্ন ব্যাংক থেকে কয়ক শ কোটি টাকা নিয়ে বিদেশে পলাতক মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শাহীন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বৈদেশিক বাণিজ্য বিভাগ) তাপস সরকার ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম (বর্তমানে অবসরপ্রাপ্ত)।
অভিযোগপত্র থেকে জানা যায়, মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নামে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য মোহাম্মদ মিজানুর রহমান শাহীন অগ্রণী ব্যাংকের লালদীঘির পূর্বপাড় করপোরেট শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসির বিপরীতে মোট ৫২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১০৭ টাকা ঋণ নেন।
ব্যাংকটির একই শাখা থেকে মিজানুর রহমানের ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলন ব্যাংকের একই শাখা থেকে বিদেশ থেকে জাহাজ আমদানির জন্য ৯১ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ৩৯২ টাকা ঋণ নেন।
২০১৮ সালের ২৪ মে অর্থ আত্মসাতের এই ঘটনায় মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন এবং তাঁর ভাই মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির মালিক মজিবুর রহমান মিলনের নামে মামলা করে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাফর আহমেদ বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এসব মামলা করেন।
২০১৯ সালে ১৪১ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখার অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট নন্দ দুলাল ভট্টাচার্য এবং মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে সংস্থাটি।
দুদক সূত্রে জানা যায়, জাহাজ আমদানির নামে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক শ কোটি টাকা ঋণ নিয়ে সপরিবারে দেশ ছাড়েন মিশম্যাক শিপের মালিক মোহাম্মদ মিজানুর রহমান শাহীন
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া স্টেশনের অদূরে ময়লার ডাম্পিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেপদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারে উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
২৫ মিনিট আগেকক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনব্যাপী সাংগ্রাইং পোয়ে বা জলকেলি উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার সন্ধ্যায় উৎসব শেষ হবে।
৪২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশ থেকে মিছিল নিয়ে প্রধান ফটক-সংলগ্ন কুয়েট উডের পাদদেশে বিক্ষোভ করে।
১ ঘণ্টা আগে