Ajker Patrika

নিরাপদ ভবন তৈরির বিষয়ে আইইবিতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ২২
নিরাপদ ভবন তৈরির বিষয়ে আইইবিতে কর্মশালা

মানসম্মত কারিগরি নকশা প্রণয়ন ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘মানসম্মত কারিগরি নকশা ও তদনুযায়ী নিরাপদ ভবন নির্মাণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর হাউজি অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিন, আইইবির সাবেক প্রেসিডেন্ট কবির আহমেদ, বর্তমান ভাইস প্রেসিডেন্ট মো. নূরুজ্জামান, সহসাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত