Ajker Patrika

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে: রেলমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৫: ৪৮
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেন ও বগি বাড়ানো হবে। সেই সঙ্গে অনলাইনের পাশাপাশি স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করতে পারবে যাত্রীরা। 

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। 

রেলমন্ত্রী আরও বলেন, দেশের যে রেলওয়ে স্টেশনগুলো বন্ধ আছে, সেগুলোও চালু করা হবে। এরই মধ্যে স্টেশনমাস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত স্টেশনমাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত