নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশাখের তীব্র গরমের মধ্যে রাজধানীবাসীর দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে যানজট। দীর্ঘ সময় রাজধানীবাসীকে আটকে থাকতে হচ্ছে যানজটে। তীব্র গরম ও যানজটের কারণে সময় নষ্টের পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তিও।
রমজানের শেষ দিকে ঈদকে কেন্দ্র করে সবাই ব্যস্ত ইদের শেষ মুহূর্তের কেনাকাটায়। তবে যানজট এড়িয়ে কেনাকাটা খুবই কষ্টকর হয়ে উঠছে বলে জানালেন অনেকেই। মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ আলী জানালেন, ‘গত শনিবার রাত ৮টায় বসুন্ধরার দিকে যাচ্ছিলাম ঈদের কেনাকাটার জন্য, তখনো অনেক জ্যাম ছিল রাস্তায়। আর এখন সকালে যাচ্ছি অফিসে, এখনো জ্যাম। এই ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী।’
ঈদে বাড়ি যাওয়া নিয়ে রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। দূরপাল্লার বাসযাত্রীরা দীর্ঘ সময়ে যানজটে পড়েন—এটিই এখন তাদের মূল চিন্তার বিষয়। রাজধানীর একটি হাসপাতালের নার্স সোমা আক্তার জানালেন, বিয়ের পর এবারই তিনি প্রথম ঈদ করবেন শ্বশুরবাড়িতে। বললেন, ‘শহরের রাস্তায় এত জ্যাম। এরপর সবখানেই দেখছি এবার বাড়ি যেতে অনেক ভোগান্তি হবে। ভেবেই আতঙ্ক লাগছে যে ঈদের আগে বাড়ি যেতে কী পরিমাণ সমস্যায় পড়তে হবে।’
যানজটের কারণে দীর্ঘ লাইনে অলস বসে থাকতে হচ্ছে অফিসগামী, মার্কেটগামী মানুষদের। ভুগতে হচ্ছে হাসপাতালগামী রোগীদেরও। অ্যাম্বুলেন্সকেও থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। অবনতি হচ্ছে রোগীর অবস্থারও। অ্যাম্বুলেন্স ড্রাইভার আতিকুল বলেন, ‘গতকালই এক রোগীকে নিচ্ছিলাম ফার্মগেট থেকে পদ্মা জেনারেলে, রাস্তায় এত জ্যাম। রোগী আর তাঁর স্বজনের অবস্থা দেখে মাঝেমধ্যে আমাদেরও অনেক কষ্ট লাগে। কিন্তু কী করব বলেন, হাত দিয়া তো আর যানজট সরাইতে পারি না।’
কেবল সাধারণ মানুষের নয়, দীর্ঘ যানজট আর তীব্র গরমে কষ্ট হচ্ছে চালকদেরও। রিকশাচালক আব্দুল গণি বলেন, ‘এই রইদে রিকশা চালানো খুবই কষ্টের। তার ওপরে এমন জ্যামের মধ্যে পইরা থাকন লাগে ঘণ্টার পর ঘণ্টা। জান শুকায় যায়। যাত্রীদেরও কষ্ট, আমাগোরও কষ্ট। আর কয়টা দিন পর ঈদ। পরিবারের জন্য আমরাও কষ্ট করি, ঈদটা যেন কোনোরকমে ভালো কাটে।’
কলেজগেটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর নূর এ আলম জানান, ‘যানজট যা হচ্ছে সব কেনাকাটাকেন্দ্রিক। তাই মার্কেটের দিকে আমাদের ফোর্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি কোনো অসুবিধা হবে না ইদের আগে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা।’
বৈশাখের তীব্র গরমের মধ্যে রাজধানীবাসীর দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে যানজট। দীর্ঘ সময় রাজধানীবাসীকে আটকে থাকতে হচ্ছে যানজটে। তীব্র গরম ও যানজটের কারণে সময় নষ্টের পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তিও।
রমজানের শেষ দিকে ঈদকে কেন্দ্র করে সবাই ব্যস্ত ইদের শেষ মুহূর্তের কেনাকাটায়। তবে যানজট এড়িয়ে কেনাকাটা খুবই কষ্টকর হয়ে উঠছে বলে জানালেন অনেকেই। মোহাম্মদপুরের বাসিন্দা মোহাম্মদ আলী জানালেন, ‘গত শনিবার রাত ৮টায় বসুন্ধরার দিকে যাচ্ছিলাম ঈদের কেনাকাটার জন্য, তখনো অনেক জ্যাম ছিল রাস্তায়। আর এখন সকালে যাচ্ছি অফিসে, এখনো জ্যাম। এই ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী।’
ঈদে বাড়ি যাওয়া নিয়ে রাজধানীবাসীর মধ্যে বিরাজ করছে একধরনের আতঙ্ক। দূরপাল্লার বাসযাত্রীরা দীর্ঘ সময়ে যানজটে পড়েন—এটিই এখন তাদের মূল চিন্তার বিষয়। রাজধানীর একটি হাসপাতালের নার্স সোমা আক্তার জানালেন, বিয়ের পর এবারই তিনি প্রথম ঈদ করবেন শ্বশুরবাড়িতে। বললেন, ‘শহরের রাস্তায় এত জ্যাম। এরপর সবখানেই দেখছি এবার বাড়ি যেতে অনেক ভোগান্তি হবে। ভেবেই আতঙ্ক লাগছে যে ঈদের আগে বাড়ি যেতে কী পরিমাণ সমস্যায় পড়তে হবে।’
যানজটের কারণে দীর্ঘ লাইনে অলস বসে থাকতে হচ্ছে অফিসগামী, মার্কেটগামী মানুষদের। ভুগতে হচ্ছে হাসপাতালগামী রোগীদেরও। অ্যাম্বুলেন্সকেও থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। অবনতি হচ্ছে রোগীর অবস্থারও। অ্যাম্বুলেন্স ড্রাইভার আতিকুল বলেন, ‘গতকালই এক রোগীকে নিচ্ছিলাম ফার্মগেট থেকে পদ্মা জেনারেলে, রাস্তায় এত জ্যাম। রোগী আর তাঁর স্বজনের অবস্থা দেখে মাঝেমধ্যে আমাদেরও অনেক কষ্ট লাগে। কিন্তু কী করব বলেন, হাত দিয়া তো আর যানজট সরাইতে পারি না।’
কেবল সাধারণ মানুষের নয়, দীর্ঘ যানজট আর তীব্র গরমে কষ্ট হচ্ছে চালকদেরও। রিকশাচালক আব্দুল গণি বলেন, ‘এই রইদে রিকশা চালানো খুবই কষ্টের। তার ওপরে এমন জ্যামের মধ্যে পইরা থাকন লাগে ঘণ্টার পর ঘণ্টা। জান শুকায় যায়। যাত্রীদেরও কষ্ট, আমাগোরও কষ্ট। আর কয়টা দিন পর ঈদ। পরিবারের জন্য আমরাও কষ্ট করি, ঈদটা যেন কোনোরকমে ভালো কাটে।’
কলেজগেটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর নূর এ আলম জানান, ‘যানজট যা হচ্ছে সব কেনাকাটাকেন্দ্রিক। তাই মার্কেটের দিকে আমাদের ফোর্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি কোনো অসুবিধা হবে না ইদের আগে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা।’
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে