টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মৃত ওই কিশোরীর নাম তারামনি (১৪)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। তারামনি টঙ্গীর মরকুন কবরস্থান এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মৃত ওই কিশোরীর নাম তারামনি (১৪)। সে জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। তারামনি টঙ্গীর মরকুন কবরস্থান এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল থেকে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল মঙ্গলবার মিরন জমাদ্দারের ছেলে মনিম জমাদ্দারের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদায় দিতে শ্যালককে সঙ্গে নিয়ে ঢাকায় এসে এই হোটেলে উঠেছিলেন তিনি।
২ মিনিট আগে২৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দিলদারুল আহমদ ওরফে মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেহবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।
২০ মিনিট আগেনির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
২২ মিনিট আগে