Ajker Patrika

বারের নির্বাচনে মারামারি: বিএনপির রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২১: ১৩
বারের নির্বাচনে মারামারি: বিএনপির রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনার সময় মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি-সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার পর পল্টনের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আইনজীবী জামিউল হক ফয়সাল। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। 

এর আগে সুপ্রিম কোর্ট বারে ভোট গণনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গতকাল শুক্রবার ২০ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করা হয়। 

গ্রেপ্তার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলএতে ১ নম্বর আসামি করা হয় অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। এ ছাড়া ২ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। মারামারির ঘটনায় আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) বাদী হয়ে ওই মামলা করেন। 

শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল রাতে রাজধানীতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ব্যারিস্টার উসমান চৌধুরী, আইনজীবী কাজী বশীর আহম্মেদ, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক। 

আজ শনিবার তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত