Ajker Patrika

আইনজীবীদের আদালতের ভরসাস্থল হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবীদের আদালতের ভরসাস্থল হওয়ার আহ্বান

আদালতের ভরসাস্থল হওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আজ বুধবার সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। আইনজীবী সমিতির উত্তর হলে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের লেখা ‘An Overview of 100 Sensational Murder Cases of Bangladesh’  শিরোনামে বইয়ে মোড়ক উন্মোচন করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষ্ণা দেবনাথ বলেন, ‘আমার ৪১ বছরের বিচারিক জীবনে আপনাদের (আইনজীবী) কাছ থেকে অনেক শিখেছি। এখন থেকে ২০/২৫ বছর পরে তখন হয়তো আমরা অনেকেই থাকব না। এত বছর পরে আইন অঙ্গনে আজকের খন্দকার মাহবুব হোসেনের মত একজন হবেন শিশির মনির। আমার বেঞ্চে যখন শিশির মনির দাঁড়াতো, তখন আমি খুব ভরসা পেতাম। আইনের ব্যাখ্যা এবং রেফারেন্সগুলো তুলে ধরেন তিনি। এই যে ভরসাস্থল। একজন জুনিয়র আইনজীবী আদালতের ভরসাস্থল হিসেবে দাঁড়াতে পারেন। সেজন্য জুনিয়রদের বলব আপনারা এমন একটা জায়গায় যান।’

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই বইটির স্বর্ণখনির ন্যায় আইনজীবী ও বিচারকদের জন্য কাজে দেবে। এটি হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত।’

সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, একজন তরুণ আইনজীবী হিসেবে শিশির মনির বই লেখার যে উদ্যোগ নিয়েছেন, তা বিরল। তাঁর এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি। 

মোহাম্মদ শিশির মনিরের লেখা বইয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, সৌদি কূটনীতিক খালাফ হত্যা, স্কলাস্টিকার ছাত্রী শাজনীন হত্যা মামলা, ইয়াসমিন ধর্ষণ ও হত্যা মামলা, এরশাদ শিকদারের মামলাসহ ১০০ গুরুত্বপূর্ণ মামলা স্থান পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত