Ajker Patrika

রা‌তে নি‌খোঁজ, সকা‌লে বিল থেকে সাবেক সাব-রে‌জিস্ট্রারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা
নিহত সহিবুর রহমান স্বপন প্রধানী। ছবি: সংগৃহীত
নিহত সহিবুর রহমান স্বপন প্রধানী। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) না‌মে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থে‌কে তি‌নি নি‌খোঁজ ছি‌লেন ব‌লে প‌রিবা‌রের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য স্বপন প্রধানীর সৎভাই তালহা‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ।

স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা। লেকসিটি নামের ভবনটির মালিক তি‌নি। তাঁর প‌রিবা‌রে স্কুলশিক্ষক স্ত্রী এবং দুই ছে‌লে-মে‌য়ে র‌য়ে‌ছে।

শ‌নিবার সকা‌লে ভব‌নের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্ব পা‌শে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে, যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। পাশেই পানিতে কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা ব‌লেন, নিহ‌তের কপা‌লে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। মর‌দে‌হ ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌চ্ছে। প‌রিবা‌রের লোকজন লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত