Ajker Patrika

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: আরাভ খান-স্ত্রীসহ ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬: ৩৭
রবিউল ইসলাম ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে আরাভ খান। ফাইল ছবি
রবিউল ইসলাম ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে আরাভ খান। ফাইল ছবি

দুবাইতে অভিজাত ‘জুয়েলারি শপ’ উদ্বোধন করে আলোচনায় আসা সেই আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ ওরফে হৃদয়সহ আটজনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।

অন্য যাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাঁরা হলেন আরব খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

আরাভ খান ও তাঁর স্ত্রী সুরাইয়া পলাতক রয়েছেন। তাঁদের সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর বা দেশের কোনো আদালতে আত্মসমর্পণের পর এই সাজা কার্যকর হবে বলে রায় উল্লেখ করা হয়েছে।

অন্য ছয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে আবার সাজা পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ফয়েজ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এই মামলায় ২৬ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের ২১ মার্চ এ মামলায় নিহত মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম সাক্ষ্য দেন। তাঁর সাক্ষ্য প্রদানের মাধ্যমে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

পুলিশ কর্মকর্তা মামুনকে ২০১৮ সালের ৮ জুলাই রাজধানী বনানী মডেল টাউনের রোড নম্বর-২/৩, বাড়ি নম্বর-৫ অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় খুন করা হয়। পরে লাশ গুম করার জন্য দুর্বৃত্তরা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে রাখে। ১০ জুলাই কালীগঞ্জ পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার প্রায় চার মাস আগে মামুনকে ঢাকায় বদলি করা হয়। পুলিশে চাকরি করার পাশাপাশি মামুন নাটক ও টেলিফিল্মেও অভিনয় করেছেন।

এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় ১০ জুলাই হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তকালে গ্রেপ্তার সুরাইয়া ও রহমাতুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।

এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ ২০১৯ সালে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। হত্যায় সহযোগিতার কারণে আইনের সংস্পর্শে আসা দুই কিশোরীর বিরুদ্ধেও দোষীপত্র দেওয়া হয়। এই দুজনের বিচার ঢাকার শিশু আদালত-৭-এ চলছে।

উল্লেখ্য, রবিউল ইসলাম এখন আরাভ খান নাম ধারণ করে দুবাইয়ে আছেন। ২০২৩ সালে দুবাইতে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন তিনি। ২০২৩ সালে একটি অস্ত্র মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত