প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালু হওয়ায় গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। এতে নদী পারাপারের জন্য প্রায় সাত শতাধিক ছোট বড় যানবাহন জমে গেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক দেখা যায়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে দেখা গেছে অপেক্ষমাণ প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারণে ওই পকেটটিতে কোন ফেরি ভিড়তে পারছে না। ফলে ২টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরিগুলো আনলোড করতে আরেকটি ফেরির পেছনে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জহুরুল হক বলেন, যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে লাইন দিয়ে রাখা হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।
গোয়ালন্দ (রাজবাড়ী): পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চালু হওয়ায় গাড়ির বাড়তি চাপ লক্ষ করা গেছে। এতে নদী পারাপারের জন্য প্রায় সাত শতাধিক ছোট বড় যানবাহন জমে গেছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাড়ে ৪ শতাধিক বাস ও ট্রাক দেখা যায়। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে দেখা গেছে অপেক্ষমাণ প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ ৯টি রোরো ফেরি ও ৭টি ইউটিলিটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি ঘাট থাকলেও ১ ও ২ নম্বর ফেরি ঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনে ফেরি লোড-আনলোডের জন্য তিনটি পকেটের একটিতে সংস্কার কাজ চলার কারণে ওই পকেটটিতে কোন ফেরি ভিড়তে পারছে না। ফলে ২টি পকেট দিয়ে গাড়ি চলছে। ছোট ফেরিগুলো আনলোড করতে আরেকটি ফেরির পেছনে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জহুরুল হক বলেন, যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। অপচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে গোয়ালন্দ মোড়ে লাইন দিয়ে রাখা হয়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার সহ-উপ মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচামাল বোঝাই ট্রাক পারাপার করা হচ্ছে।
পৌনে ৬ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের ঠিকাদার ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেডের কর্ণধার। ঠিকাদার মিরাজুল পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছোট ভাই।
১৩ মিনিট আগেদীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জের আনারুল হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১৮ মিনিট আগেসালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।
২৭ মিনিট আগেমামলার অভিযোগে বলা হয়, ২০ জুলাই রাত দেড়টার দিকে বাদীর শাহ আলী থানাধীন নিউ সি ব্লকের ১ নম্বর সেকশনের ২২ নম্বর রোডের ১১ নম্বর বাসায় পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাক পরা পুলিশ প্রবেশ করে। বাসার বিভিন্ন জিনিস তছনছ করে তারা বাদীর ছেলে শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি আসিফ সিকদারকে আটক করে
১ ঘণ্টা আগে