Ajker Patrika

আড়িয়াল খাঁ নদে তলিয়ে যাওয়া কিশোরীর লাশ মিলল ২ দিন পর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া এক কিশোরীর লাশ পাওয়া গেছে দুই দিন পর।

মারা যাওয়া জান্নাতুল আক্তার (১৬) উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। আজ সোমবার ভোরে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার দুপুরে নদে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় সে।

পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতুল গত শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে নিয়ে পাশের নদে গোসল করতে যায়। সাঁতার না জানায় অল্প পানিতে নেমেই গোসল করছিল। হঠাৎ করে ঢেউ ও স্রোতের টানে সে তলিয়ে যায়। পরে তাবাসসুম বাড়িতে গিয়ে খবর দিলে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করে। শেষে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তার কোনো খোঁজ পায়নি।

আজ ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে জান্নাতুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহটি উদ্ধার করা হলে শনাক্ত করে পরিবারের লোকজন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচরের কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম।

জান্নাতুলের চাচা মো. সোহেল বলেন, ‘সোমবার ভোরে পানিতে ভেসে উঠে আমার ভাতিজির লাশ। স্রোতের টানে ভাটিতে চলে গিয়েছিল। এ জন্য শনিবার খুঁজে পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত