Ajker Patrika

শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বে শ্রমিকদের অবরোধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৮: ৫৭
শিক্ষার্থীদের সঙ্গে দ্বন্দ্বে শ্রমিকদের অবরোধ 

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের শ্রমিকদের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনায় বাস ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার পর এনা পরিবহনের একটি বাস সড়কে আড়াআড়িভাবে রেখে ও সড়কে বসে দুই পাশের সড়ক বন্ধ করে দেয় বাস টার্মিনালের শ্রমিকেরা। 

প্রায় ৩৫ মিনিটের বেশি সময় মহাখালী দুই পাশের সড়কে অবরোধের কারণে তীব্র যানজট ও সড়ক বন্ধ থাকার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বুধবার রাতে সড়ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার (এসি) আশাফাক আহমেদ। 

তিনি বলেন, মহাখালীর আমতলীতে এনা পরিবহনের একটি বাসে তিতুমীর কলেজের ৩-৪ জন শিক্ষার্থী ছিল। শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপারভাইজার-চালকদের মধ্যে হট্টগোল হয়। এরপর শিক্ষার্থীরা বাসটিতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে প্রায় ৫০-৬০ জন জড়ো হয়ে যাওয়ায় বাসটি দ্রুত মহাখালী আইসিডিডিআরবির সামনে চলে যায়। ধাওয়া দিয়ে আইসিডিডিআরবির সামনে থেকে শিক্ষার্থীরা বাসটি আটক করে। 

সহকারী পুলিশ কমিশনার আশাফাক আহমেদ বলেন, এ ঘটনা জানতে পেরে মহাখালী বাস টার্মিনাল থেকে সব শ্রমিক আইসিডিডিআরবির সামনে চলে আসে। শ্রমিকদের দেখে শিক্ষার্থীরা সবাই ঘটনাস্থলে ছেড়ে চলে যায়। এ সময় শ্রমিকেরা এনা পরিবহনের বাসটি আড়াআড়ি করে দিয়ে সড়কের দুই পাশে বসে অবরোধ করে রাখে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পাশের সড়ক বন্ধ থাকায় মহাখালীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এরপর মহাখালী বাস টার্মিনাল কর্তৃপক্ষের সভাপতি ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চলাচল পুরোটাই বন্ধ ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত