Ajker Patrika

৮ ঘণ্টা পর নরসিংহপুর-হরিণাঘাটে ফেরি চলাচল শুরু

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১: ৪৭
Thumbnail image

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর নরসিংহপুর-হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রোববার রাত ১১টা ৫০ মিনিট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘নদী এলাকায় ঘন কুয়াশা দেখা দেয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত ১১টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ৮ ঘণ্টা পর কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’ 

নরসিংহপুর ঘাটের ইজারাদার জিতু মিয়া ব্যাপারী বলেন, ‘পরিবহন ও বিভিন্ন গাড়ি পারাপারের জন্য নরসিংহপুর-হরিণাঘাট নৌপথে সাতটি ফেরি রয়েছে। আমরা খুবই লোকসানের মুখে আছি। পদ্মা সেতু উদ্বোধনের আগে এই নৌপথে ফেরির জন্য শত শত পরিবহনের জট লেগে থাকত। পদ্মা সেতু হওয়ার পর যানবাহন আসা অনেক কমে গেছে। এখন দিনে সর্বোচ্চ দুই-তিনটি ফেরি লোড হয়। প্রতিটি ফেরি এক দিন পর পর লাইন পায় পারাপারের জন্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত