Ajker Patrika

রাজধানীতে পুলিশের হাতে কামড় দিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৬: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রাজধানীর পল্লবীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁর হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পল্লবী থানা-পুলিশ। সেই আসামি পালালেও ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে পল্লবী থানা এলাকার মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মো. সোহাগ (৩২), মো. জসিম (৪৫), শবনম (৩১), ডলি বেগম (৪২) ও জাকিরকে (২২) গ্রেপ্তার করা হয়।

আহত ওই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল বাশার।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের এক আসামিকে ধরার নির্দেশনা আসার পর পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে অভিযানে যায়। মিরপুর-১১ খিচুড়ি পট্টি বস্তিতে বাপ্পী নামের ওই মাদক কারবারিকে ধরতে গেলে বস্তির কয়েকজন বাধা দেন, পুলিশ সদস্যদের ওপরে হামলা করেন। বাশার নামে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে জখম করা হয়। হ্যান্ডকাফসহ ওই ওয়ারেন্টভুক্ত আসামি এখন পলাতক।’ ‎

ওসি আরও বলেন, ‘পুলিশকে আহত করে হ্যান্ডকাফসহ আসামিকে নিয়ে পালানোর ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাপ্পীকে ধরতে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত