ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘নব্যপ্রভা’ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব ক্লাব ডি আই ইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে সাভারের আশুলিয়া ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আফসানা মিমি ও লাহিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যয়নরত শিক্ষার্থী এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সাংবাদিকতা বিভাগে স্বাগত। আপনারা উচ্চশিক্ষায় সাংবাদিকতা বিভাগ নির্ধারণ করেছেন, এটা নিশ্চয়ই একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ সাংবাদিকতা বিভাগ একটি সৃজনশীল বিভাগ। যেখানে নিজের ভেতরে থাকা প্রতিভা প্রকাশ করার জন্য অনেক বেশি সুযোগ রয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চার বছর নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন, দেশ ও জাতির জন্য নিজেকে তৈরি করবেন। আপনাদের যেকোনো ভালো কাজ এবং দক্ষতা উন্নয়নে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের পরিচালক এস এম আব্দুর রাজ্জাক, প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, ইহা অবাপ্তি, সাবহা বিনতে জাকির তুর্ণা, মেহেরাবুল হক রাফি, শিক্ষক সহকারী আবু নওফেল সাজিদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সামিউল ইসলাম।
আলোচনা পর্ব শেষে নবীন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নব্যপ্রভার সমাপ্তি হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘নব্যপ্রভা’ অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের নিজস্ব ক্লাব ডি আই ইউ কমিউনিকেশন ক্লাবের আয়োজনে সাভারের আশুলিয়া ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া ল্যাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আফসানা মিমি ও লাহিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অধ্যয়নরত শিক্ষার্থী এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. গোলাম রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সাংবাদিকতা বিভাগে স্বাগত। আপনারা উচ্চশিক্ষায় সাংবাদিকতা বিভাগ নির্ধারণ করেছেন, এটা নিশ্চয়ই একটি ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কারণ সাংবাদিকতা বিভাগ একটি সৃজনশীল বিভাগ। যেখানে নিজের ভেতরে থাকা প্রতিভা প্রকাশ করার জন্য অনেক বেশি সুযোগ রয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চার বছর নিজেদের দক্ষতা বৃদ্ধি করবেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন, দেশ ও জাতির জন্য নিজেকে তৈরি করবেন। আপনাদের যেকোনো ভালো কাজ এবং দক্ষতা উন্নয়নে আমরা আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবিল খান, মিডিয়া ল্যাবের পরিচালক এস এম আব্দুর রাজ্জাক, প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, ইহা অবাপ্তি, সাবহা বিনতে জাকির তুর্ণা, মেহেরাবুল হক রাফি, শিক্ষক সহকারী আবু নওফেল সাজিদ এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সামিউল ইসলাম।
আলোচনা পর্ব শেষে নবীন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নব্যপ্রভার সমাপ্তি হয়।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর ফারুক-ই-আজম এসব কথা বলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। গার্ড অ্যানার শেষে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
২৪ মিনিট আগেআওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
৭ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
৮ ঘণ্টা আগে