গাইবান্ধা প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের দোয়া ও ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ‘সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন।
পূর্বঘোষিত দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুযায়ী কাচারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেটে সমাবেশের কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পুলিশ তাঁদের সার্কুলার রোডের সামনের দিকে এগোতে দেয়নি। পরে বৃষ্টিতে ভিজে সার্কুলার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে জুমার নামাজের পরে কাচারি বাজার প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার পর ব্যানার ও পোস্টার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পার্ক রোড পাবলিক লাইব্রেরি সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধায় অতিক্রম করে সার্কুলার মোড়ে পৌঁছান।
পরে পুলিশ তাঁদের সামনের দিকে আর এগোতে দেয়নি। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী ছাত্র হত্যা, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার করা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে কয়েকজন অভিভাবক অংশ নেন। একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে আজ ছাত্র-জনতার গণমিছিলে এসেছে। একজন মা হিসেবে আমি বাসায় বসে থাকতে পারিনি। তাই ছাত্রদের গণমিছিলকে সমর্থন জানিয়ে আমি নিজেও বৃষ্টিতে ভিজে অংশ নিয়েছি।’
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের দোয়া ও ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ‘সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন।
পূর্বঘোষিত দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুযায়ী কাচারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেটে সমাবেশের কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পুলিশ তাঁদের সার্কুলার রোডের সামনের দিকে এগোতে দেয়নি। পরে বৃষ্টিতে ভিজে সার্কুলার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে জুমার নামাজের পরে কাচারি বাজার প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার পর ব্যানার ও পোস্টার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পার্ক রোড পাবলিক লাইব্রেরি সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধায় অতিক্রম করে সার্কুলার মোড়ে পৌঁছান।
পরে পুলিশ তাঁদের সামনের দিকে আর এগোতে দেয়নি। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী ছাত্র হত্যা, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার করা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে কয়েকজন অভিভাবক অংশ নেন। একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে আজ ছাত্র-জনতার গণমিছিলে এসেছে। একজন মা হিসেবে আমি বাসায় বসে থাকতে পারিনি। তাই ছাত্রদের গণমিছিলকে সমর্থন জানিয়ে আমি নিজেও বৃষ্টিতে ভিজে অংশ নিয়েছি।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৪ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৪ ঘণ্টা আগে