গাইবান্ধা প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের দোয়া ও ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ‘সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন।
পূর্বঘোষিত দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুযায়ী কাচারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেটে সমাবেশের কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পুলিশ তাঁদের সার্কুলার রোডের সামনের দিকে এগোতে দেয়নি। পরে বৃষ্টিতে ভিজে সার্কুলার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে জুমার নামাজের পরে কাচারি বাজার প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার পর ব্যানার ও পোস্টার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পার্ক রোড পাবলিক লাইব্রেরি সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধায় অতিক্রম করে সার্কুলার মোড়ে পৌঁছান।
পরে পুলিশ তাঁদের সামনের দিকে আর এগোতে দেয়নি। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী ছাত্র হত্যা, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার করা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে কয়েকজন অভিভাবক অংশ নেন। একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে আজ ছাত্র-জনতার গণমিছিলে এসেছে। একজন মা হিসেবে আমি বাসায় বসে থাকতে পারিনি। তাই ছাত্রদের গণমিছিলকে সমর্থন জানিয়ে আমি নিজেও বৃষ্টিতে ভিজে অংশ নিয়েছি।’
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের দোয়া ও ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ‘সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন।
পূর্বঘোষিত দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুযায়ী কাচারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেটে সমাবেশের কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পুলিশ তাঁদের সার্কুলার রোডের সামনের দিকে এগোতে দেয়নি। পরে বৃষ্টিতে ভিজে সার্কুলার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এর আগে জুমার নামাজের পরে কাচারি বাজার প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার পর ব্যানার ও পোস্টার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পার্ক রোড পাবলিক লাইব্রেরি সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধায় অতিক্রম করে সার্কুলার মোড়ে পৌঁছান।
পরে পুলিশ তাঁদের সামনের দিকে আর এগোতে দেয়নি। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী ছাত্র হত্যা, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার করা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে কয়েকজন অভিভাবক অংশ নেন। একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে আজ ছাত্র-জনতার গণমিছিলে এসেছে। একজন মা হিসেবে আমি বাসায় বসে থাকতে পারিনি। তাই ছাত্রদের গণমিছিলকে সমর্থন জানিয়ে আমি নিজেও বৃষ্টিতে ভিজে অংশ নিয়েছি।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের মধ্যেও বন্ধ হয়নি বিএনপির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনার চাটমোহরে বিএনপি নেতারা সোমবার (২১ জুলাই) রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে ঘিরে এখন সামাজিক...
৪১ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং। মঙ্গলবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দ্বিতীয় তিস্তা সেতুসংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং তিস্তাপারের মানুষের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদীভাঙনে তিস্তাপারের জনমানুষের...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুলমাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইলে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রকল্পের সভাপতি করে ওয়াজ মাহফিলের টাকা লুটপাটের অভিযোগে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে