গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ীর দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাঁদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। মারা যাওয়া নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মারা যাওয়া নাজমুল কোনো কাজ করতেন না। তিনি শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। আজ রোববার সকালে তারা ঘুম থেকে না ওঠায় নাজমুলের শ্বশুর প্রথমে বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের পেছনে গিয়ে জানালা দিয়ে উঁকি দিলে নাজমুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি অন্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ে ও নাতনির নিথর মরদেহ দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে জানতে চাইলে জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, স্ত্রী-সন্তানসহ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুরে একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে মহানগরীর কাশিমপুর থানার গোবিন্দবাড়ীর দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন মো. নাজমুল ইসলাম (২৯), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাঁদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। মারা যাওয়া নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মারা যাওয়া নাজমুল কোনো কাজ করতেন না। তিনি শ্বশুরের দেওয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। আজ রোববার সকালে তারা ঘুম থেকে না ওঠায় নাজমুলের শ্বশুর প্রথমে বাইরে থেকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের পেছনে গিয়ে জানালা দিয়ে উঁকি দিলে নাজমুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি অন্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ে ও নাতনির নিথর মরদেহ দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে জানতে চাইলে জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, স্ত্রী-সন্তানসহ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও সংগঠনের দুই সদস্যকে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল (১৫ মে) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। এর ফলে আজ সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে। এতে অপারেটর কেন্দ্রিক
২ মিনিট আগেজাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানসহ ঘনিষ্ঠ তিনজনের বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদল নেতা-কর্মীরা।
২৯ মিনিট আগে