Ajker Patrika

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ৫২
শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ৩

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর শ্যামলী শিশুমেলার বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়েলকাম পরিবহনের বাস ভাঙচুর করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল হামলার শিকার হয়। 

হামলার শিকার মোটরসাইকেলের মালিক কামাল হোসেন জানান, বিএনপির একটি মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে। 

কামাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘শ্যামলী থেকে শিশুমেলার দিকে বিএনপির একটা মিছিল আসে ২০০-৩০০ লোকের। শিশুমেলার ওই পাড় থেকে হঠাৎ রাস্তা পার হয়ে তারা বাস ভাঙচুর শুরু করে। তখন আমার মোটরসাইকেলটাও ভাঙচুর করে।’ 

ওয়েলকাম পরিবহনের একটি বাসে ভাঙচুর করা হয়একই মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে গাড়িটি কোন টিমের সেটি জানা যায়নি।

শ্যামলীতে ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত