Ajker Patrika

পরীমণির মামলার আসামি অমির দুই সহযোগী দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ৩৫
পরীমণির মামলার আসামি অমির দুই সহযোগী দুই দিনের রিমান্ডে

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী মো. বাছির ও মশিউর মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় রাজধানীর দক্ষিণখান থানা-পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিন মঞ্জুর করেন।

আজ বুধবার বিকেলে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আগের দিন দক্ষিণখান এলাকায় অবস্থিত অমির অপিস থেকে দুজনকে আটক করে ঢাকা জেলা পুলিশ। বিশেষ অনুমতি ছাড়া বেআইনিভাবে পাসপোর্ট রাখার দায়ে তাদের প্রথমে আটক করা হয়। এরপর এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় অমি ও তাঁর দুই সহযোগীকে আসামি করা হয়। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়, দক্ষিণখান থানার আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের প্রতিষ্ঠানটি তুহিন সিদ্দিকী অমির। সেখানে পুলিশ অভিযান চালালে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. বাছির ও মার্কেটিং ডিরেক্টর মশিউরকে আটক করা হয়। তাদের দেখানো ও বের করে দেওয়া মতে বিভিন্ন ব্যক্তির ১০২টি পাসপোর্ট উদ্ধার করা হয়। কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে এই পাসপোর্ট রাখা হয়েছে উল্লেখ করে এজাহারে বলা হয়, অমি এই প্রতিষ্ঠানের মালিক। পাসপোর্ট আইনে বেআইনিভাবে পাসপোর্ট দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত