Ajker Patrika

রাজৈরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, দুজন আটক

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, দুজন আটক

মাদারীপুরের রাজৈরে চোর সন্দেহে গোবিন্দ রায় (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ একই গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

আটকেরা হলেন উপজেলার গোয়ালবাথান গ্রামের সুকদেব মালো (৪০) ও তার স্ত্রী বীথি মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে গোয়ালবাথান গ্রামের সানাল মালোর ছেলে সুকদেব মালোর ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে গোবিন্দ। এ সময় টের পেয়ে আসপাশের লোকজন ডাক দেয় সুকদেব। একপর্যায়ে হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি মারা যান।

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় চুরি হওয়া বাড়ির মালিক সুকদেব ও তার স্ত্রী বীথিকে আটক করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত