নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিছু বড় ভাইয়ের ইন্ধনে মিরপুরের পল্লবীতে পুলিশের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে ফেলার চেষ্টায় এ হামলায় অংশ নেওয়ার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
তাঁরা হলেন— জনি ইসলাম (২২) রাসেল মিয়া (১৯) সুরুজ (২৩) মো. আক্তার (৪৬) শমসের উদ্দিন (২৪) মো. রনি (২৫) মো. কালিম (২৪) মাসুদ রানা (২০) ও মো. সাম (২৬)
আজ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘ট্রাফিক পুলিশ একজন বয়স্ক ও পঙ্গু ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর করার অপপ্রচারে হামলা করা হয়। পরে অবৈধ রিকশার মালিক, চালক ও মোটর ব্যবসার সঙ্গে জড়িতরা উত্তেজনা ছড়িয়ে হামলায় ইন্ধন দেয়।’
হারুন বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কাজ করছিলেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কিছু বড় ভাইয়ের ইন্ধনে তারা এ হামলায় অংশ নেয়। পুলিশের ভাবমূর্তি নষ্ট, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা করা হয়েছে হলে জানায় ডিবি।’
তবে সেই বড় ভাইয়েরা কোনো রাজনৈতিক দলের কি না এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান হারুন। হামলা ও উসকানিতে জড়িত অনেকেই ঢাকার বাইরে আত্মগোপন করেছে। কারও কারও নাম পেয়েছে পুলিশ।
হারুন বলেন, ‘যারা পুলিশের মনোবল নষ্ট করতে চায়, হামলা করে কার্যক্রম বন্ধ করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে পাঁচ পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর এবং দুই ট্রাফিক সদস্যকে মারধরের ঘটনায় পল্লবী থানায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়েছে। থানা পুলিশ ওই এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কিছু বড় ভাইয়ের ইন্ধনে মিরপুরের পল্লবীতে পুলিশের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে ফেলার চেষ্টায় এ হামলায় অংশ নেওয়ার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
তাঁরা হলেন— জনি ইসলাম (২২) রাসেল মিয়া (১৯) সুরুজ (২৩) মো. আক্তার (৪৬) শমসের উদ্দিন (২৪) মো. রনি (২৫) মো. কালিম (২৪) মাসুদ রানা (২০) ও মো. সাম (২৬)
আজ মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘ট্রাফিক পুলিশ একজন বয়স্ক ও পঙ্গু ব্যাটারিচালিত অটোরিকশা চালককে মারধর করার অপপ্রচারে হামলা করা হয়। পরে অবৈধ রিকশার মালিক, চালক ও মোটর ব্যবসার সঙ্গে জড়িতরা উত্তেজনা ছড়িয়ে হামলায় ইন্ধন দেয়।’
হারুন বলেন, ‘ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কাজ করছিলেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কিছু বড় ভাইয়ের ইন্ধনে তারা এ হামলায় অংশ নেয়। পুলিশের ভাবমূর্তি নষ্ট, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটা করা হয়েছে হলে জানায় ডিবি।’
তবে সেই বড় ভাইয়েরা কোনো রাজনৈতিক দলের কি না এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান হারুন। হামলা ও উসকানিতে জড়িত অনেকেই ঢাকার বাইরে আত্মগোপন করেছে। কারও কারও নাম পেয়েছে পুলিশ।
হারুন বলেন, ‘যারা পুলিশের মনোবল নষ্ট করতে চায়, হামলা করে কার্যক্রম বন্ধ করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
এদিকে পাঁচ পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর এবং দুই ট্রাফিক সদস্যকে মারধরের ঘটনায় পল্লবী থানায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়েছে। থানা পুলিশ ওই এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
২ মিনিট আগেশাহরিয়ারের সহপাঠী তৌফিক-উল ইসলাম বলেন, ‘পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা জড়িত থাকলেও প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই অহিংস আন্দোলন যদি উপেক্ষিত হয়, তবে তা অন্য রূপ নিতে পারে।’
২৬ মিনিট আগেপাবনার চাটমোহরে গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ফজলুল হক (৫২) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লাউতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচশোয়াইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
৩০ মিনিট আগেঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
৪৩ মিনিট আগে