Ajker Patrika

হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা গণ অধিকার পরিষদের

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গাইবান্ধা, চট্টগ্রাম, বগুড়া ও শেরপুরে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ভিন্নমত ও বিরোধীদের ওপর সরকারি দলের গুন্ডাদের লেলিয়ে দেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে।’ 

বিবৃতি বলা হয়, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মতো একটি প্রোগ্রামে সরকারি দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে প্রমাণ করছে তারা মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, গাইবান্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিশালের নেতৃত্বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা হয়। হামলায় ২০ জন আহত হয়। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বগুড়ার ফুলবাড়ী শহর এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে, হামলায় ২০-২৫ জন আহত হয়। যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার নেতৃত্ব মিউনিসিপ্যাল স্কুলের শহীদ মিনারের সামনে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। হামলায় প্রায় শতাধিক আহত হয়। যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। শেরপুর শহরে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় ৮ জন আহত হয়। 

বিবৃতিতে অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অধিকার আদায়ে জনগণকে রাজপথে নামার পাশাপাশি নেতৃবৃন্দ সন্ত্রাসীদের সামাজিকভাবেও বয়কটের আহ্বান জানান তাঁরা। 

দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে ২৭ মার্চ বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত