সাভার (ঢাকা) প্রতিনিধি
জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।
জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
২ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
৮ মিনিট আগেলালমনিরহাট লালমনিরহাট সদরে পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে নিখোঁজের দুই দিন পর সেই কিশোর শান্ত রায়ের (১৪) লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেরাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতরাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম।
২০ মিনিট আগে