Ajker Patrika

ছুটির দিনে তরুণময় মেলা

শরীফ নাসরুল্লাহ, ঢাকা
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ২৪
ছুটির দিনে পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা
ছুটির দিনে পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। ছবি: আজকের পত্রিকা

বইমেলায় গতকাল শনিবার মিজান পাবলিশার্সের প্যাভিলিয়নে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদকে ঘিরে জমেছিল জটলা। এ দিন অবশ্য তাঁর ভূমিকা ছিল লেখকের। নিজের লেখা বইয়ে অটোগ্রাফ দেওয়া ও ভক্ত পাঠকের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকতে হয় তাঁকে। মিজান প্রকাশনী থেকে ‘হাউ মাউ খাউ’ নামে বই এসেছে ফারুক আহমেদের। লেখক জানালেন, তিনটি গল্প নিয়ে এ বইটি। তবে গল্পগুলো নাটকের আকারে লেখা।

ছুটির দিন বলে মেলায় ছিল গা-ঘেঁষা ভিড়। এর মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়পড়ুয়ারা জটলা বেঁধে আড্ডায় মেতেছিলেন বিভিন্ন স্টলের সামনে। বই কিনছেন কেউ, কেউ এসেছেন স্রেফ আড্ডা দিতে।

ঢাকা মহানগর মহিলা কলেজের বৃষ্টি, সাবিহা আর লাবণ্য সেলফি তুলছিলেন আকাশ প্রকাশনীর কাছে। সেলফির ফাঁকে তাঁদের সঙ্গে কথা হলো। বৃষ্টি বললেন, ‘ছুটির দিন তাই মেলায় ঘুরতে এসেছি। এখনো ঠিক করিনি কোন বই কিনব। আগে একটু ঘুরে দেখব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম কিনেছেন নারীদের নিয়ে ইসলামি বিধান প্রসঙ্গে একটি বই। সাইফুল বললেন, ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আমার প্রিয়। লেখকের প্রায় সবই পড়ে ফেলেছি। এখন সমসাময়িক লেখকদের বই খুঁজছি।’

পরিবারের সঙ্গে শিশুদেরও দেখা গেল বেশ। মেলার মন্দিরের দিকের ফটকের কাছে দেখা হলো মুসলেহ উদ্দিন পরিবারের সঙ্গে। তিন ছেলেকে নিয়ে মেলায় এসেছেন মুসলেহ সাহেব। মেজ আহনাফ কিনেছে বিজ্ঞানের মজার খেলার সংগ্রহ ‘বিজ্ঞান বাকসো’। মুসলেহ উদ্দিন জানালেন, শিগগির বিদেশে পাড়ি দিচ্ছেন তাঁরা। তাই বইমেলায় ঘুরতে এসেছেন।

গতকাল বই বিক্রিতেও প্রভাব ফেলেছিল তারুণ্যের বাড়তি উপস্থিতি। কথাপ্রকাশের বিপণন কর্মকর্তা শেখ মোহাম্মদ ইউনুস বলেন, ‘আজ অনেক ভিড়। তার মধ্যে তরুণ ও কিশোরদের সমাগম বেশি। মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে অনেকে দলবেঁধে ঢুকেছে। তরুণেরা থ্রিলার ও উপন্যাস কিনছে বেশি। প্রবন্ধও কিছু কিনছে।’

নতুন বইয়ের খোঁজে

১৯৯২ সালে শরণার্থীশিবিরে জন্মগ্রহণ করেন ফিলিস্তিনি কবি, ছোটগল্পকার ও প্রাবন্ধিক মোসমার আবু তোহা। ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়ে তিনি কঠোর নির্যাতনের শিকার হয়েছিলেন। মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তোহা। গাজায় ইসরায়েলের চালানো হত্যা ও ধ্বংসযজ্ঞের মর্মস্পর্শী বিবরণ দিয়েছেন কবিতায়। সেখান থেকে একগুচ্ছ কবিতা আর কবির সাক্ষাৎকার নিয়ে বের হয়েছে ‘ফিলিস্তিনি কবি মোসআব আবু তোহার নির্বাচিত কবিতা ও সাক্ষাৎকার’ নামের বইটি। জহির হাসানের অনুবাদ করা বইটি পাওয়া যাবে গ্রন্থিকের স্টলে।

‘রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ নামে শফিক রেহমানের সম্পাদনায় ঐতিহ্য এনেছে প্রবন্ধের বই। বইটিতে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতিক তারেক জিয়া এবং আল মাহমুদ, মওদুদ আহমদ, এম মনিরুজ্জামান মিঞা, এবিএম মূসা, তালুকদার মনিরুজ্জামান, এমাজউদ্দীন আহমদসহ বেশ কয়েকজন বিশিষ্টজনের প্রবন্ধ। জানা গেছে, শফিক রেহমানের লেখা ১২টি বই প্রকাশ করতে যাচ্ছে ঐতিহ্য।

জুলাই অভ্যুত্থানের অন্যতম উল্লেখযোগ্য দিক দেশজুড়ে অজস্র দেয়ালে ঠাঁই পাওয়া অগুনতি গ্রাফিতি। দেশকে নিয়ে নতুন প্রজন্মের স্বপ্ন তুলে ধরা নির্বাচিত কিছু গ্রাফিতির সংকলন বের করেছে ইউপিএল। ‘গ্রাফিতির ভাষায় চব্বিশের গণ-অভ্যুত্থান: ৩৬ শে জুলাই’ নামে সংকলনটির পরিকল্পনা ও সম্পাদনা করেছেন দীর্ঘদিন ধরে প্রকাশনাশিল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলী মো. কাওসার হাসান।

উত্তর উপনিবেশবাদী তত্ত্ব নিয়ে কাজ করা কবি, প্রাবন্ধিক, অনুবাদক ফয়েজ আলমের কবিতার বই ‘যখন রুহুরে হারায়া ফেলি’ বের করেছে নাগরী।

গতকাল নতুন বই এসেছে ১৭৫টি। মোট বই এসেছে ১ হাজার ৪২৭টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত