Ajker Patrika

গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা এমপি সবুজের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২০: ৩৬
গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা এমপি সবুজের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। দলীয় মনোনয়ন না পেয়ে গতকাল সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে গতকাল সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে তাঁর নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন ইকবাল হোসেন সবুজ। এ সময় তিনি বলেন, ‘নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোনো বাধা নেই।’

গত রোববার বিকেলে ২৯৮ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ। গাজীপুর-৩ আসন থেকে এবারও মনোনয়ন চেয়েছিলেন ইকবাল হোসেন সবুজ। কিন্তু এখানে মনোনয়ন পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য মো. রহমত আলীর মেয়ে, সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত