নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হলো এলাকার ব্যবসায়ীরা লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই মিছিল করেন।
আজ শনিবার দুপুর ১২টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। তাই লাঠিমিছিল করে বুঝিয়ে দিলাম, আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম, সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানে হোসিয়ারি মালিকদের কাছে থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলব, আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।’
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তাঁরা লাঠিমিছিল করলেও তাঁদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠিমিছিল করেছে হোসিয়ারি পল্লির ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হলো এলাকার ব্যবসায়ীরা লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে এই মিছিল করেন।
আজ শনিবার দুপুর ১২টায় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টুর নেতৃত্বে এই মিছিল বের হয়। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পথসভায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সব ব্যবসায়ীদের একত্রিত করে লাঠিমিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয় না। তাই লাঠিমিছিল করে বুঝিয়ে দিলাম, আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম, সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমরাও প্রতিহত করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকাটা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানে হোসিয়ারি মালিকদের কাছে থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে আমাদের। পাশাপাশি হোসিয়ারি শ্রমিকেরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়। আমরা প্রশাসনকে বলব, আপনারা সক্রিয় হন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবসায়ীরা দিনের পর দিন এই অত্যাচার সহ্য করবে না।’
এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জে দৃশ্যমান বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে আইনের আওতায় আনছি। তাঁরা লাঠিমিছিল করলেও তাঁদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’
পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল...
২৭ মিনিট আগেবাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৫ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৫ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৫ ঘণ্টা আগে