Ajker Patrika

জাবির নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, জাবি
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৬: ০৩
জাবির নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের নির্মাণাধীন আবাসিক হল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসের হোসেন।

নিহত যুবকের নাম অলিউর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

এসআই নাসের বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি।’

এদিকে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোকন মিয়া বলেন, ‘আজ সকালে ২২ নম্বর ছাত্র হলের মেঝেতে শ্রমিকেরা একটি মরদেহ দেখতে পান। আমাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ চেক করি। দেখা যায় বুধবার রাত ৩টার দিকে তিন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২ নম্বর হলে প্রবেশ করে। তারা লোহার কিছু সরঞ্জাম বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে এক লোক পড়ে রয়েছে। বাকি দুজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় লোকজন মৃতদেহ শনাক্ত করেছে। সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ গ্রুপের অধীনে কিছু নির্মাণসামগ্রী ভবনের বাইরে নিয়ে যায়। পুনরায় ভেতরে প্রবেশের পর মেঝেতে পড়ে যায় নিহত অলিউর।’ 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোররাতে তিন ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আমাদের নির্মাণাধীন ভবনের কোনো শ্রমিক নয়। পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। পরে তাঁর ক্ষতিপূরণ আদায় করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত