প্রতিনিধি, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের নির্মাণাধীন আবাসিক হল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসের হোসেন।
নিহত যুবকের নাম অলিউর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এসআই নাসের বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি।’
এদিকে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোকন মিয়া বলেন, ‘আজ সকালে ২২ নম্বর ছাত্র হলের মেঝেতে শ্রমিকেরা একটি মরদেহ দেখতে পান। আমাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ চেক করি। দেখা যায় বুধবার রাত ৩টার দিকে তিন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২ নম্বর হলে প্রবেশ করে। তারা লোহার কিছু সরঞ্জাম বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে এক লোক পড়ে রয়েছে। বাকি দুজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় লোকজন মৃতদেহ শনাক্ত করেছে। সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ গ্রুপের অধীনে কিছু নির্মাণসামগ্রী ভবনের বাইরে নিয়ে যায়। পুনরায় ভেতরে প্রবেশের পর মেঝেতে পড়ে যায় নিহত অলিউর।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোররাতে তিন ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আমাদের নির্মাণাধীন ভবনের কোনো শ্রমিক নয়। পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। পরে তাঁর ক্ষতিপূরণ আদায় করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদের নির্মাণাধীন আবাসিক হল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে প্রতিষ্ঠানটির প্রশাসন ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নাসের হোসেন।
নিহত যুবকের নাম অলিউর রহমান (২৩)। তিনি ময়মনসিংহের তাইজুদ্দিন তাজুর ছেলে। বিশ্ববিদ্যালয়–সংলগ্ন গেরুয়ায় ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
এসআই নাসের বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছি। মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি।’
এদিকে নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশনের ম্যানেজার খোকন মিয়া বলেন, ‘আজ সকালে ২২ নম্বর ছাত্র হলের মেঝেতে শ্রমিকেরা একটি মরদেহ দেখতে পান। আমাকে জানানোর পর সিসিটিভি ফুটেজ চেক করি। দেখা যায় বুধবার রাত ৩টার দিকে তিন ব্যক্তি ভাসানী হলের দেয়াল টপকে ২২ নম্বর হলে প্রবেশ করে। তারা লোহার কিছু সরঞ্জাম বাইরে রেখে পুনরায় প্রবেশ করে। পরে ৩টা ২৪ মিনিটের ফুটেজে দেখা যায়, মেঝেতে এক লোক পড়ে রয়েছে। বাকি দুজনের চেহারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি স্থানীয় লোকজন মৃতদেহ শনাক্ত করেছে। সিসিটিভি দেখে নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি একটি সংঘবদ্ধ গ্রুপের অধীনে কিছু নির্মাণসামগ্রী ভবনের বাইরে নিয়ে যায়। পুনরায় ভেতরে প্রবেশের পর মেঝেতে পড়ে যায় নিহত অলিউর।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘সিসিটিভির ফুটেজ থেকে জানতে পেরেছি ভোররাতে তিন ব্যক্তি দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এর মধ্যে একজনকে সকালে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আমাদের নির্মাণাধীন ভবনের কোনো শ্রমিক নয়। পুলিশের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ২৭ মে একই ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। পরে তাঁর ক্ষতিপূরণ আদায় করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলো মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮)। তন্নী শহরের গুনরাজদী এলাকার ইমরুল...
৮ মিনিট আগেগত শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে শাহীন মিয়া নিজ বসতঘরের বারান্দায় বসে সবার অগোচরে ফসলি জমিতে প্রয়োগের কীটনাশক পান করেন। কীটনাশক পানের পর ভুক্তভোগীর স্ত্রী লিজা বেগম তাঁকে ছটফট করতে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে বাড়ির অন্য লোকেরা ছুটে আসেন এবং ভুক্তভোগীকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স...
২৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে শুক্রবার (১৬ মে) রাতের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। মোটর অকেজো হয়ে যাওয়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানি। কোথাও কোথাও ভ্যান কিংবা হেঁটে পানি আনতে দেখা গেছে স্থানীয়দের।
১ ঘণ্টা আগেরাজশাহীর একটি বালুমহালের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক নেতা। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বোস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা ইজারা...
১ ঘণ্টা আগে