Ajker Patrika

গাবতলীতে দখল হওয়া ২০ বিঘা জমি উদ্ধার: আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাবতলীতে দখল হওয়া ২০ বিঘা জমি উদ্ধার: আতিকুল ইসলাম

রাজধানীর গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় দখল হওয়া ২০ বিঘা সরকারি জমি উদ্ধারের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ সোমবার দুপুরে গাবতলী সংলগ্ন দীপনগর বেড়িবাঁধ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা শেষে মেয়র এ তথ্য জানান। 

ডিএনসিসির মেয়র বলেন, `দখল হওয়া জায়গা ঘিরে ডিএনসিসির সীমানা দেয়াল করার মাধ্যমে প্রায় ২০ বিঘা জায়গা দখলমুক্ত হয়েছে। এখানে সরকারের ১৭৩ একর জমি রয়েছে। তার মধ্যে ১৭০ একর দখল হয়ে গেছে। এর মধ্যে ৫২ একর জমি ঢাকা ওয়াসা অধিগ্রহণ করে তিন গুন টাকা দিয়েছে। আবার পুরোটা দখল হয়ে গেছে। আমরা খুব শিগগিরই পুরো জায়গা দখলমুক্ত করব।' 

উদ্ধার হওয়া জায়গায় হাতিরঝিলের মতো আরেকটি দৃষ্টিনন্দন লেক করার পরিকল্পনার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, `দখল হওয়া জায়গার মধ্যে ক খ ঘ ঙ ও চ পাঁচটি খাল আমরা উদ্ধার করে নান্দনিক লেক করব। এই জলাধারের চারপাশে হাঁটার পথ থাকবে, নগরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।' 

জায়গা দখলমুক্ত করতে অবৈধ দখলদারদের কোনো বৈধ মেসেজ দেওয়া হবে না জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, `যারা অবৈধভাবে জায়গা দখল করেছে, তাদের কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না। আমরা সীমানা প্রাচীর তুলে তাদের চলাচলের পথ বন্ধ করে দেব। প্রয়াত মেয়র আনিসুল হক এই জায়গা উদ্ধারের জন্য টিনের বেড়া দিয়েছিলেন। দখলদারেরা তা ভেঙে ফেলেছেন।' 

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, 'সরকারি জায়গায় ক্ষমতার দাপট দেখিয়ে বিজিবি মার্কেট নাম দিয়ে ব্যবসা করবেন, ইট বালুর ব্যবসা করবেন, আমরা রাজস্ব পাব না, এটা হবে না। আমরা আগামী তিন চার মাসের ভেতরে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত