পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে হত্যার হুমকির অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম থানায় এসব জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘একটি জানাজায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি দুটি জিডি করেছেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদের শ্বশুর আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কামাল উদ্দিন ও সাজেলের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় স্থানীয়রা তাঁদের শান্ত করেন।
এ ঘটনায় সাজেলসহ চারজনের নাম উল্লেখ করে থানায় জিডি করেন কামাল উদ্দিন মজুমদার। বাকি অভিযুক্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এনামুল হক এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
অন্যদিকে সাজেলও পরশুরাম থানায় কামাল উদ্দিন মজুমদারসহ চারজনের বিরুদ্ধে জিডি করেন। অভিযুক্ত বাকিরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ইয়াসিন শরীফ মজুমদার, নুরুল ইসলাম সিজন ও আবুল কালাম।
এ বিষয়ে সাজেল বলেন, ‘কামাল উদ্দিন মজুমদার দেরিতে জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেখানে গিয়ে জোর করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এতে জানাজায় উপস্থিত মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করেন। তাই বক্তব্য দিতে নিষেধ করলে তিনি ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে এসে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে কামাল উদ্দিন মজুমদার জিডির সত্যতা স্বীকার করেন।
ফেনীর পরশুরামে হত্যার হুমকির অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম থানায় এসব জিডি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘একটি জানাজায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সঙ্গে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় তাঁরা পাল্টাপাল্টি দুটি জিডি করেছেন।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদের শ্বশুর আবুল বাশারের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কামাল উদ্দিন ও সাজেলের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় স্থানীয়রা তাঁদের শান্ত করেন।
এ ঘটনায় সাজেলসহ চারজনের নাম উল্লেখ করে থানায় জিডি করেন কামাল উদ্দিন মজুমদার। বাকি অভিযুক্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এনামুল হক এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
অন্যদিকে সাজেলও পরশুরাম থানায় কামাল উদ্দিন মজুমদারসহ চারজনের বিরুদ্ধে জিডি করেন। অভিযুক্ত বাকিরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ইয়াসিন শরীফ মজুমদার, নুরুল ইসলাম সিজন ও আবুল কালাম।
এ বিষয়ে সাজেল বলেন, ‘কামাল উদ্দিন মজুমদার দেরিতে জানাজায় উপস্থিত হয়েছিলেন। সেখানে গিয়ে জোর করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এতে জানাজায় উপস্থিত মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করেন। তাই বক্তব্য দিতে নিষেধ করলে তিনি ও তাঁর সহযোগীরা ক্ষিপ্ত হয়ে আমার দিকে তেড়ে এসে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে কামাল উদ্দিন মজুমদার জিডির সত্যতা স্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১ ঘণ্টা আগে