Ajker Patrika

ছাত্রলীগ কর্মীর বাইক চুরি, চবির প্রধান ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২০: ৪৬
ছাত্রলীগ কর্মীর বাইক চুরি, চবির প্রধান ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল থেকে শাখা ছাত্রলীগের এক কর্মীর মোটরসাইকেল চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা। 

আজ শনিবার বেলা ৩টার দিকে ফটকে তালা দেওয়া হয়। দুই ঘণ্টা পর প্রক্টরের আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা তালা খুলে দেন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলটি পাওয়া যায় বলে জানা গেছে। 

ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহীদ আবদুর রব হলের ফটকের পার্কিংয়ের জায়গায় মোটরসাইকেল রাখেন শাখা ছাত্রলীগের উপদল বাংলার মুখের কর্মী হৃদয় প্রামাণিক। কিন্তু সকালে তিনি আর বাইকটি খুঁজে পাননি। 

হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, ‘জুনিয়ররা হলের ফটকে বাইক খুঁজে না পাওয়ায় প্রাধ্যক্ষকে জানান। কিন্তু প্রাধ্যক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তাঁরা ফটকে তালা দেন। পরে প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল দলের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের প্রত্রিকাকে বলেন, একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। একজনের মোটরসাইকেল অন্যজনের চাবি দিয়ে চালু হওয়ায় তিনি ভুলে নিয়ে যান। এতে মোটরসাইকেলটি চুরি হয়েছে মনে করে শিক্ষার্থীরা ফটকে তালা দেন। পরে মোটরসাইকেল পাওয়া যাওয়ায় তাঁরা ফটক খুলে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত