চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল থেকে শাখা ছাত্রলীগের এক কর্মীর মোটরসাইকেল চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ৩টার দিকে ফটকে তালা দেওয়া হয়। দুই ঘণ্টা পর প্রক্টরের আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা তালা খুলে দেন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলটি পাওয়া যায় বলে জানা গেছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহীদ আবদুর রব হলের ফটকের পার্কিংয়ের জায়গায় মোটরসাইকেল রাখেন শাখা ছাত্রলীগের উপদল বাংলার মুখের কর্মী হৃদয় প্রামাণিক। কিন্তু সকালে তিনি আর বাইকটি খুঁজে পাননি।
হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, ‘জুনিয়ররা হলের ফটকে বাইক খুঁজে না পাওয়ায় প্রাধ্যক্ষকে জানান। কিন্তু প্রাধ্যক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তাঁরা ফটকে তালা দেন। পরে প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল দলের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের প্রত্রিকাকে বলেন, একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। একজনের মোটরসাইকেল অন্যজনের চাবি দিয়ে চালু হওয়ায় তিনি ভুলে নিয়ে যান। এতে মোটরসাইকেলটি চুরি হয়েছে মনে করে শিক্ষার্থীরা ফটকে তালা দেন। পরে মোটরসাইকেল পাওয়া যাওয়ায় তাঁরা ফটক খুলে দিয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল থেকে শাখা ছাত্রলীগের এক কর্মীর মোটরসাইকেল চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন নেতা-কর্মীরা।
আজ শনিবার বেলা ৩টার দিকে ফটকে তালা দেওয়া হয়। দুই ঘণ্টা পর প্রক্টরের আশ্বাসে ছাত্রলীগ কর্মীরা তালা খুলে দেন। যদিও এর কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলটি পাওয়া যায় বলে জানা গেছে।
ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহীদ আবদুর রব হলের ফটকের পার্কিংয়ের জায়গায় মোটরসাইকেল রাখেন শাখা ছাত্রলীগের উপদল বাংলার মুখের কর্মী হৃদয় প্রামাণিক। কিন্তু সকালে তিনি আর বাইকটি খুঁজে পাননি।
হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বাংলার মুখ গ্রুপের নেতা আবু বকর তোহা বলেন, ‘জুনিয়ররা হলের ফটকে বাইক খুঁজে না পাওয়ায় প্রাধ্যক্ষকে জানান। কিন্তু প্রাধ্যক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তাঁরা ফটকে তালা দেন। পরে প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল দলের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের প্রত্রিকাকে বলেন, একটা ভুল-বোঝাবুঝি হয়েছে। একজনের মোটরসাইকেল অন্যজনের চাবি দিয়ে চালু হওয়ায় তিনি ভুলে নিয়ে যান। এতে মোটরসাইকেলটি চুরি হয়েছে মনে করে শিক্ষার্থীরা ফটকে তালা দেন। পরে মোটরসাইকেল পাওয়া যাওয়ায় তাঁরা ফটক খুলে দিয়েছেন।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফ্যাসিস্ট ইস্যু, বহিরাগতদের হুমকি, নিরাপত্তাহীনতাসহ নানা কারণে আইনজীবীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এতে নির্বাচন স্থগিত করা হয়। এর মধ্য দিয়ে সমিতির ১৩২ বছরের ইতিহাসে...
১ ঘণ্টা আগেঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল পেরোলেই কলার হাটের পেছনে বিস্তীর্ণ মাঠজুড়ে করা হয়েছে তামাক চাষ। পাকা সড়ক ধরে এগোলে চোখে পড়বে দুই পাশে তামাক চাষের এ দৃশ্য। সড়কটি ধরে কিছুদূর এগোলেই বয়ে চলেছে নবগঙ্গা নদী। কিন্তু পানি শুকিয়ে যাওয়ায় মাঝনদীতে ধান চাষ করেছেন কৃষকেরা। শুধু এখানকারই নয়, জেলাজুড়েই এখন এমন...
১ ঘণ্টা আগেথাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ৪ হাজার ৯০৯ একর জমিতে ২১৯ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছিল গাজীপুর সাফারি পার্ক। ২০১১ সালে এর যাত্রা শুরু হয়। দেশি-বিদেশি বন্য প্রাণীর বংশবৃদ্ধি এবং অবাধ বিচরণের সুযোগ রয়েছে এখানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পার্কের...
২ ঘণ্টা আগে