Ajker Patrika

খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধিতে বিপাকে পোলট্রি খামারিরা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩০
খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধিতে বিপাকে পোলট্রি খামারিরা

পোলট্রির খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধির কারণে লোকসানে পড়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রান্তিক খামারিরা। গত দুই বছরের করোনার ক্ষতি সামাল দিতে অনেকেই ঋণ নিয়ে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করেও ঋণের বোঝা বেড়েছে অনেকের। এ অবস্থায় অনেকেই খামার বন্ধ করে তাদের পেশা বদলে ফেলার কথাও ভাবছেন। কেউ কেউ আবার জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কারও আবার ঋণের দায়ে ব্যাংকে রাখা বন্ধকি সম্পত্তি নিলামে উঠছে। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এই উপজেলায় ৩ হাজার ১৩২ জন খামারি রয়েছেন। এসব খামারে ব্রয়লার মুরগির সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২০০, লেয়ার মুরগি ২ লাখ ১২ হাজার, সোনালি ৮০ হাজার ৭৪০, দেশি ২ লাখ ৯০ হাজার ৯০০, হাঁস ৭৪ হাজার ৬৯৮, কবুতর ১৬ হাজার ৪২০, কোয়েল ৩ হাজার ১৩০। 

এদিকে সারা দেশে খামার পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। অথচ কেজিপ্রতি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা। খামার পর্যায়ে মুরগির দাম কম হলেও ভোক্তা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা দরে। এ ছাড়া কেজিতে ২০ থেকে ৪০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৯০ টাকায়, যা আগে ছিল ২৪০ থেকে ২৫০ টাকা। 

সরেজমিনে দেখা যায়, বছর দু-এক আগেও যেসব পোলট্রি খামার বড় ছিল সেগুলো ছোট করে ফেলেছেন খামারিরা। অনেকেই পোলট্রি খামারের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। 

চরহাজারী ইউনিয়নের খামারি নুরুল আলম জানান, মুরগির ওষুধ ও খাবারের দাম বাড়ার কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এক বছরের ব্যবধানে কেজিপ্রতি খাদ্যের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। অথচ মুরগির দাম বাড়েনি। এভাবে চলতে থাকলে মাথায় হাত দেওয়া ছাড়া উপায় থাকবে না। যে দামে ডিম বিক্রি করা হচ্ছে, তা চলতে থাকলে অচিরেই বাণিজ্যিক খামার ব্যবস্থায় ধস নামবে। 

মুছ্পুর ইউনিয়নের নুর উদ্দিন বলেন, ‘ডিমের উৎপাদন ভালো হলেও খাদ্যের দাম বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। ডিলারদের কাছ থেকে খাদ্য কিনতে হয়, এখানে অনেক সময় সিন্ডিকেট কাজ করে। অন্যদিকে ডিমের যে সঠিক মূল্য রয়েছে, তা পাচ্ছি না। লোকসানের মুখে পড়ে নিজের জমি বিক্রি করে ঋণ পরিশোধ করেছি।’ 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তাসলিমা ফেরদৌসী জানান, খাদ্য ও ওষুধের দাম বাড়লেও মুরগির দাম না বাড়ায় খামারিরা খুবই সংকটে পড়েছেন। অনেকের খামার বন্ধ হয়ে গেছে। খামারিদের টিকিয়ে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে বিপণনব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ রাখতে যৌক্তিক উদ্যোগ নেওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত