Ajker Patrika

জুলাই আন্দোলনে পায়ে আঘাত, এখন দুই কিডনি অচল মনিরের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
গিয়াস উদ্দিন মনির। ছবি: সংগৃহীত
গিয়াস উদ্দিন মনির। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে জুলাই আন্দোলনের পুরো সময় সরব থাকা গিয়াস উদ্দিন মনিরের দুটি কিডনি অচল হয়ে গেছে। আন্দোলনকালে তাঁর পায়ে লাগা আঘাত থেকে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

মনির বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বনপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর।

পরিবার সূত্রে জানা গেছে, বনপাড়া বাজারে ৫ আগস্ট দুপুরে আন্দোলনকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তাঁর অনুসারীরা। এতে অন্যদের সঙ্গে হামলার শিকার হন মনির। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে আসেন এলাকায়। তখন থেকে তাঁর ডান পায়ে আঘাতের যন্ত্রণা চলতে থাকে। চিকিৎসা চললেও তেমন ভালো হয়নি সেটি।

মনির ২৭ এপ্রিল হঠাৎ বেশি অসুস্থ বোধ করলে তাঁকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় স্থানান্তর করা হয়। সেখানে তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ সাইফ বিন মিজানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসক সূত্রে জানা গেছে, মনিরের ডান পায়ে আঘাতজনিত কারণে দীর্ঘদিন থেকে ব্যথা এবং পরবর্তীকালে সেলুলাইটিস (জীবাণুর সংক্রমণে) হয়ে যায়। এতে করে কিডনি আক্রান্ত ও অচল হয়ে পড়েছে। তাঁর উন্নত চিকিৎসার জন্য কিডনি, রক্ত ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের আলোকে কিডনির উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার বায়োপসি পরীক্ষা করা হয়। এর প্রতিবেদন পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মনির জানান, তিনি সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মনিরের বড় ভাই উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, ‘জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মনির অনেক ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অসুস্থতার বিষয়ে নিজে এবং আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। সবার কাছে দোয়া চাই মনির যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত