Ajker Patrika

সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১: ৫৭
সাবেক অর্থ উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক অর্থ উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের এই কৃতী সন্তান মৃত্যুবরণ করেন। ফখরুল ইসলাম মুন্সীর ছেলে ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান ফখরুল ইসলাম মুন্সী । মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

বনকুট গ্রামে শনিবার দুপুর ১২টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা, তৃতীয় জানাজা সংসদ ভবন এলাকায় এবং চতুর্থ জানাজা গুলশান সোসাইটি মসজিদে হবে। বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। 

ফখরুল ইসলাম মুন্সী ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে অংশ নেন। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত