Ajker Patrika

লামায় খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
লামায় খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

বান্দরবানের লামায় খালে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. মকসেদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার মাতামুহুরি নদীর চম্পাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. মকসেদুল হক উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা মো. খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বেলা ৩টার দিকে মো. মকসেদুল হকসহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। আজ সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরি নদীর চাম্পাতলীর আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। উদ্ধার করার লাশটি মকসেদুল হকের বলে তাঁর ছোট ভাই মশিউর রহমান নিশ্চিত করেন।

মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যান মকসেদুল হক। তার লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মকসেদুল হকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত