Ajker Patrika

বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

বান্দরবান প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানে চকলেটের প্রলোভনে এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বেলাল খাঁ বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজ ঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলাল খাঁ (৬০) বান্দরবান পৌরসভা এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। বিষয়টি শিশুর মা দেখে ফেলায় অভিযুক্ত বেলাল খাঁ ওই সময় পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন। পরে পৌরসভার বড়ুয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে এই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযুক্ত বেলাল উদ্দিন খাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত