Ajker Patrika

নোয়াখালীতে দুই বাড়িতে ডাকাতি, মালামাল লুট

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৩, ১৫: ৪০
নোয়াখালীতে দুই বাড়িতে ডাকাতি, মালামাল লুট

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নোয়ান্নই ও শাহজাদপুর গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গামছা দিয়ে মুখ বাঁধা ডাকাতেরা ওই দুই বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ৬০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল ও একটি টিভিসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার রাত ২টা ও আজ শনিবার ভোর ৪টার দিকে ডাকাতির ঘটনা দুটি ঘটে। ডাকাতি হয় নোয়ান্নই গ্রামের আনোয়ার উল্লাহ ও শাহজাদপুর গ্রামের আমির হামজার বাড়িতে। 

আনোয়ার উল্লাহর ছেলে তারেক হোসাইন বলেন, ‘রাত ২টার দিকে ঘরের একটি কক্ষ থেকে আমার মামার চিৎকার শুনে সবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে দেখতে পাই পাঁচ-ছয়জন ডাকাত ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করছে। তারা বাবা ছাড়া ঘরের সবার হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। আমি প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে জখম করে। পরে ঘরের আলমারি, ওয়ার্ডরোব থেকে ২ ভরি স্বর্ণ, ঘরের সামনে থেকে একটি মোটরসাইকেল, পানির মোটর ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

অপর ক্ষতিগ্রস্ত আমির হামজা বলেন, ‘ভোরের দিকে আমাদের ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ছয়-সাতজনের ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে আমাকে ও আমার ছেলেকে বেঁধে ফেলে। তাঁরা আমাদের ঘর থেকে সাত ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা ও একটি টেলিভিশন নিয়ে যায়।’ 

নোয়ান্নই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ বলেন, ‘বিভিন্ন সময় আমার ইউনিয়নে বিভিন্ন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা মুখোশ পরে বাড়িগুলোতে প্রবেশ করে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বৃদ্ধি করা দরকার।’ 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত