Ajker Patrika

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

জবি প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম বলেন, ‘আগামীকাল (বুধবার) সকল পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নিবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ইউজিসি থেকে বাজেট বৃদ্ধি, অস্থায়ী হল, আবাসন ভাতাসহ চার দাবি বাস্তবায়ন না হওয়ায় ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত