জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম বলেন, ‘আগামীকাল (বুধবার) সকল পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নিবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, ইউজিসি থেকে বাজেট বৃদ্ধি, অস্থায়ী হল, আবাসন ভাতাসহ চার দাবি বাস্তবায়ন না হওয়ায় ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মুহাম্মদ আনোয়ারুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক আনোয়ারুস সালাম বলেন, ‘আগামীকাল (বুধবার) সকল পরীক্ষা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষক যদি মনে করেন ক্লাস নিবেন, সেটা নিতে পারেন। তবে পরীক্ষা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, তাই আমরা চাই না কোনো শিক্ষার্থী পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকুক।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পরীক্ষার তারিখ এবং সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে পরে জানিয়ে দেওয়া হবে। জরুরি ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের বিষয়টি অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, ইউজিসি থেকে বাজেট বৃদ্ধি, অস্থায়ী হল, আবাসন ভাতাসহ চার দাবি বাস্তবায়ন না হওয়ায় ১৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
২ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
২ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৩ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৫ ঘণ্টা আগে