Ajker Patrika

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক কৃষক নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪: ৪৭
পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে এক কৃষক নিহত

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আনু মিয়া এক ছেলে ও দুই মেয়ের বাবা। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমাই পাহাড়ি এলাকায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৭টায় খেতে কাজ করতে যান কৃষক আনু মিয়া। এ সময় কয়েকজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান তিনি। পরিচয় জিজ্ঞেস করায় আনু মিয়ার সঙ্গে খারাপ আচরণ করে তারা। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। গুলি দুটির একটা নিহত আনু মিয়ার কোমরের পেছনে আর একটা বাঁ পায়ের ঊরুতে লাগে। 

আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

 এদিকে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের ছোট ছেলে জাসেম ভাত নিয়ে তাঁর বাবার কাছে যাওয়ার সময় খবর পান তাঁর বাবাকে গুলি করেছে সন্ত্রাসীরা। জাসেম জানান, ঘটনাস্থলে গিয়ে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা পড়ে আছেন। এ সময় মুখোশ পরিহিত একজনকে পাহাড়ের দিকে চলে যেতে দেখেন। এরপর বাবার কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে তার মাকে দেখে রাখতে বলেন। 

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে কৃষক আনু মিয়া নিহত হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’ 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পরিদর্শক ওসি রেজাউল করিম মজুমদার, পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ও উপপরিদর্শক বেলাল আকন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত