Ajker Patrika

লামায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৫৩
লামায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজের তিন দিন পর মংম্রাছিং মার্মা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 

আজ রোববার সকাল ৭টার দিকে নদীর বমু বিলছড়ি ব্রিজসংলগ্ন হাবিব সওদাগরের বাড়ির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গত শুক্রবার দুপুরে পূর্বপাড়া এলাকা থেকে নদী পারাপারের সময় নিখোঁজ হন মংম্রাছিং মার্মা। তিনি উপজেলার গজালিয়া ইউনিয়নের টেস্সর ঝিরি গ্রামের বাসিন্দা উথোয়াই প্রু মার্মার ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মাতামুহুরী নদীর পূর্বপাড়া হয়ে সাঁতার কেটে বাড়িতে যাওয়ার সময় মংম্রাছিং পানির স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে মংম্রাছিং মার্মার মরদেহ ভেসে উঠলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহটি উদ্ধার করে চকরিয়া থানার পুলিশে হস্তান্তর করেন। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হওয়ায় মরদেহ উদ্ধারের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত