Ajker Patrika

রামগড়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
রামগড়ে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ির রামগড়ে সিনেমাহল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ফেনী-র‍্যাব ৭। এ ঘটনায় বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেছেন র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-আব্দুর রহিম মিলন (২৭) ও আমানুল হক সোহেল। 

র‍্যাব ৭ এজাহারে জানায়, খাগড়াছড়ির রামগড়ের সিনেমাহল এলাকায় অস্ত্রসহ দুজন অবস্থান করছে-এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের একটি ফার্নিচার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আব্দুর রহমান মিলনের কাছে থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১টি ম্যাগাজিন এবং আমানুল হক সোহেলে কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৮টায় তাদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। 

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাব ৭ এর নায়েক সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৫। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত