Ajker Patrika

১৫ বছরের কিশোরীর ৫ বছরের প্রেম, বিয়ের দাবিতে অবস্থান

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৯: ২৫
১৫ বছরের কিশোরীর ৫ বছরের প্রেম, বিয়ের দাবিতে অবস্থান

কুমিল্লার দেবিদ্বারে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে ১৫ বছরের এক কিশোরী। তার দাবি, স্থানীয় কলেজপড়ুয়া এক ছাত্রের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে সে।

উপজেলার রসুলপুরে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রী দেবিদ্বার উপজেলার স্থানীয় একটি নবম শ্রেণির ছাত্রী। অন্যদিকে ওই কলেজছাত্র স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বর্তমানে ওই ছাত্র পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার কথা হয় অবস্থান নেওয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে। সে বলে, ‘আমাদের পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বাজারের যাওয়ার পথে আমার বাড়ির লোকজন তাকে (প্রেমিক) আটক করে। পরে তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। আমি দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে একটি কক্ষে আটক করে রাখে। পরে এলাকা ছেড়ে যাওয়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আমার প্রেমিককে ছেড়ে দেয়। এ নিয়ে আমার কয়েকজন সহপাঠী আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য ও অপমান শুরু করলে ওর (ছাত্র) বাড়িতে চলে আসি। এখন আমাদের বিয়ে না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।’

কলেজছাত্রের বাবা বলেন, ‘ওই মেয়ের চাচাসহ আরও কয়েকজন মিলে আমার ছেলেকে মারধর করেছেন। সে এখন ভয়ে বাড়িতে আসতে পারছে না। মেয়ে গত শুক্রবার আমার বাড়িতে চলে এসেছে। তাকে ফেরানোর জন্য তার পক্ষের লোকজনের সঙ্গে কথাবার্তা চলছে। এটি দ্রুত সমাধান করা হবে।’

এ বিষয়ে জানতে ওই স্কুলছাত্রীর চাচার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘স্কুলছাত্রী সম্পর্কে আমার প্রতিবেশী ভাতিজি হয়। কলেজছাত্রের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রকে ছাত্রীর চাচাসহ আরও কয়েকজন রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে তাঁকে এলাকা ছাড়ার শর্তে খালি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয়। এখন শুনেছি ওই ছাত্রকে মারধর করায় লজ্জায় বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে ওই মেয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত