Ajker Patrika

রোহিঙ্গা শিবির থেকে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন ডাকাত গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ১২: ১৭
রোহিঙ্গা শিবির থেকে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি দক্ষিণ লেদা এলাকার সোনা মিয়ার ছেলে শহিদুল ইসলাম প্রকাশ সালমান শাহ (২০), শিবিরের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ শফি (১৯) ও করিমুল্লাহর ছেলে কাছিম প্রকাশ ফড়িঙ্গা (২০)। 

গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদে জানা গিয়েছিল, নয়াপাড়া নিবন্ধিত শিবিরে এফ/৬-ব্লকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে এপিবিএন পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ ডাকাত সালমান শাহ গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজতে থাকা দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

এসপি তারিক জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম (সালমান শাহ) দুর্ধর্ষ ডাকাত গ্রুপের প্রধান ও অস্ত্রধারী সন্ত্রাসী। সালমান শাহ টেকনাফ মডেল থানায় অপহরণ, দস্যুতা, অস্ত্র, মাদক, ডাকাতিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত মো. শফি ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। টেকনাফ মডেল থানার অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত কাছিম অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে বলেও জানান তিনি। 

ডাকাতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত