Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে পলিথিনের ব্যবহার বন্ধে উদ্যোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা ক্যাম্পে পলিথিনের ব্যবহার বন্ধে উদ্যোগ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ ও পলিথিনে তৈরি সামগ্রীর ব্যবহার চলতি মাস থেকে বন্ধের নির্দেশনা দিয়েছে ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়। নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ক্যাম্প এলাকায় কর্মরত সংস্থাগুলো নিচ্ছে বিভিন্ন উদ্যোগ, শুরু হয়েছে সচেতনতামূলক কার্যক্রম।

যার অংশ হিসেবে সোমবার বিকেলে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ‘আমাদের পৃথিবীকে বাঁচাতে বন্ধ হোক পলিথিনের ব্যবহার’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইনের শেষ হয়েছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ এই কর্মসূচির উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটি। 

কর্মসূচির আওতায় আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারসের অর্থায়নে প্রান্তিক পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র, ৯ টি লার্নিং সেন্টার, উইমেন সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পলিথিন বর্জ্যমুক্ত করা হয়। বর্জ্য অপসারণের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর আঙিনায় লাগানো হয় গাছ। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে আগত রোহিঙ্গা সেবা গ্রহীতাদের পলিথিনের ব্যবহার বন্ধ ও পলিথিন বর্জ্য অপসারণে করণীয় নিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে অবগত করেন প্রান্তিকের বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। 

এর আগে গত ১৯ মে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্প এলাকায় ক্রমান্বয়ে পলিথিন ব্যবহার বন্ধ করে বিকল্প হিসেবে কাগজ ও পাটের তৈরি ব্যাগ ব্যবহার করার অনুরোধ করা হয়। 

এ প্রসঙ্গে, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন শপিং ব্যাগ এবং পলিথিনের তৈরি সামগ্রীর উৎপাদন, বিপণন, বিক্রয় এবং ব্যবহার নিষিদ্ধ। এই ধরনের ব্যাগ অক্ষয়যোগ্য এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পলিথিনের ব্যবহার বন্ধ না হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরও ক্যাম্প এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ইতিমধ্যে ক্যাম্পে পলিথিন ব্যবহার বন্ধ করার কার্যক্রম শুরু হয়েছে, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় আশা করছি এই কার্যক্রম সফল হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত